Header Ads

About Me

আমি তেরেজা সোমা ডি'কস্তা। স্বামী শান্তাসিরি পাতিরানা। আমাদের একমাত্র মেয়ে জেমিমা মৈত্রী পাতিরানা। আমাদের মেয়ে মৈত্রীর নামেই আমার এই blog. বর্তমানে আমি আছি শ্রীলঙ্কায়। আমি একজন গৃহিণী। সারাদিন ঘরের কাজ, মেয়েকে স্কুলে আনা-নেওয়া, মেয়েকে পড়ানোর পর বাকি সময়টুকুতে আমার এই লেখালেখি। লিখতে ভালবাসি, প্রচুর আনন্দ পাই। 

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আমি দক্ষিন-এশিয়ায় অবস্থিত খ্রিষ্টানদের একমাত্র বেতারকেন্দ্র Radio Veritas Asia সংক্ষেপে যাকে বলে আর ভি এ অথবা ভেরিতাস- এর বাংলা বিভাগে প্রযোজক হিসেবে দায়িত্ব পালিন করি। ভেরিতাস হতে মোট ২২টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়। ভেরিতাসের প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলায়। যেখানে আমি চার বছর কর্মরত ছিলাম। ছাত্রজীবন শেষে আমার প্রথম চাকরি বিদেশের মাটিতে। 

রেডিও ভেরিতাসে চার বছর কাজের শেষে আমি ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত Asian Social Institute থেকে Social Services And Development-এর উপর মাষ্টার ডিগ্রি অর্জন করি। 

আমার লেখা তিনটা বই এর মধ্যেই বের হয়েছে। দুইটা উপন্যাস এবং আটটি ছোট গল্প নিয়ে একটি বই। তবে সবচেয়ে ভাল লাগে সমসাময়িক বিষয় নিয়ে প্রবন্ধ লিখতে। এই blog-এ আমার লেখা গল্প, উপন্যাস, প্রবন্ধ ছাড়াও আমার প্রথম কর্মজীবন, কাজের অভিজ্ঞতা, সিঙ্গেল লাইফ, বিদেশি ভাষা শেখা, বিদেশি ভাষায় লেখাপড়াসহ ফিলিপাইনে আমার সাত বছরের অভিজ্ঞতা শেয়ার করব। আর থাকবে শ্রীলঙ্কায় আমার পরিবার, পারিবারিক জীবনযাত্রার নানান বিষয়।



Theme images by Deejpilot. Powered by Blogger.